West Bengal

4 weeks ago

NH 10 Siliguri Road : মেরামতির আগেই খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক!

National highway number 10 opened before the repair!
National highway number 10 opened before the repair!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গাড়ি চালকদের বারবার অনুরোধে প্রয়োজনীয় মেরামতি ছাড়াই চালু করে দেওয়া হলো ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার দুপুরে কালিম্পং জেলা প্রশাসন ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচলের অনুমতি দেয়। টানা বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে লিকুবির পর্যন্ত এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর নেমে আসায় গত ২৪ মার্চ অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক হয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণীয়ম টি।

পূর্ত দপ্তরের জাতীয় সড়ক বিভাগের নয় নম্বর ডিভিশনকে জাতীয় সড়ক মেরামতিরও নির্দেশ দেয়। অভিযোগ, এই কয়েক দিনে পূর্ত দপ্তর জাতীয় সড়কের উপরে ছড়িয়ে থাকা পাথর সরিয়ে দিয়েই দায় এড়িয়েছে। গত বছর অক্টোবরে সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে ১০ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়লে জেলা প্রশাসন জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন পর্ষদকে মেরামতির দায়িত্ব দেন। এখনও সড়ক মেরামতির দায়িত্বে ওই সংস্থাই রয়েছে।

পূর্ত দপ্তরের অভিযোগ, জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন পর্ষদ নিয়ম মেনে মেরামতি করেনি। পাহাড় কেটে রাস্তা চওড়া করা হলেও সেই কাজ সম্পূর্ণ করেনি। সেই কারণেই বৃষ্টি নামলে পাহাড়ের মাথা থেকে পাথর নেমে আসছে। ফের বৃষ্টি হলে আবার পাথর নামবে বলেই তাঁদের আশঙ্কা।

পূর্ত দপ্তরের জাতীয় সড়ক বিভাগের নয় নম্বর ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র রমেন মণ্ডল বলেন, ‘জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন পর্ষদের উচিত ছিল মেরামতির কাজ সম্পূর্ণ করা। সেটা তারা করেনি। আপাতত জাতীয় সড়ক থেকে পাথর সরিয়ে দেওয়া হয়েছে। তবে ফের বৃষ্টি হলে পাথর নামাও শুরু হবে।’ তার পরেও ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়ার কারণ, গাড়ি চালকদের চাপ।

কালিম্পংয়ের জেলাশাসক বলেন, ‘গাড়ি চালকেরা ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করে চলেছেন। এই পরিস্থিতিতে জাতীয় সড়ক খুলে দেওয়া হলো।’ তবে রবিঝোরা থেকে লিকুবির পর্যন্ত এলাকায় একমুখী যান চলাচল করবে বলে জেলা প্রশাসন নির্দেশ জারি করেছে। শুধুমাত্র ছোট গাড়ি এবং বাস জাতীয় সড়কে যাতায়াত করতে পারবে।

মালবাহী গাড়ি বিকল্প সড়ক অর্থাৎ শিলিগুড়ি থেকে গোরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-চিত্রে হয়ে যাতায়াত করবে। পূর্ত দপ্তর থেকে ওই এলাকায় যন্ত্রপাতি-সহ কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে ফের পাথর নামলে দ্রুত সরিয়ে দেওয়া সম্ভব হয়। সড়ক মেরামতি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দুই দপ্তরের এই ঠেলাঠেলি সামলাতে দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্ত কালিম্পং জেলা প্রশাসনকেই আর্জি জানিয়েছেন, যাতে দ্রুত দুই দপ্তরকে নিয়ে বৈঠক করে সমস্যা মেটানো সম্ভব হয়। বিদায়ী সাংসদ বলেন, ‘জেলা প্রশাসন দুই দপ্তরকে নিয়ে বৈঠকে বসুন। ফের জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন পর্ষদ দায়িত্ব পেলে সড়ক মেরামতিতে আর ঢিলেমি হবে না।’

You might also like!