Country

1 week ago

MNREGA Scam Case: মনরেগা কেলেঙ্কারি : দুই ইঞ্জিনিয়ারের ২২.৪৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি–র

MNREGA Scam Case
MNREGA Scam Case

 

রাঁচি, ১৮ এপ্রিল : ঝাড়খণ্ডের মনরেগা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দুই ইঞ্জিনিয়ারের ২২.৪৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার ইডি দুই ইঞ্জিনিয়ারের থেকে ২২.৪৭ লক্ষ টাকার চারটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ওই ইঞ্জিনিয়ারদের নাম, শশী প্রকাশ এবং জয় কিশোর চৌধুরী। ইডি এখনও পর্যন্ত স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে ১০৬.৮৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

ঝাড়খণ্ড পুলিশের কাছে নথিভুক্ত ১৬টি এফআইআর-এর ভিত্তিতে ইডি পুরো বিষয়টির তদন্ত শুরু করেছিল। এই মামলায় ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা চার্জশিট থেকে জানা গেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার রাম বিনোদ প্রসাদ সিনহা, সহকারী ইঞ্জিনিয়ার আর কে জৈন (মৃত), শশী প্রকাশ এবং জয় কিশোর চৌধুরী ১৮.০৬ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিল।

You might also like!