Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

2 years ago

Goutam Dev : শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওর্য়াডের নুতন মা ক‍্যান্টিন তৈরীর জন‍্য এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

Gautam Dev
Gautam Dev

 

শিলিগুড়ি :  শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওর্য়াডের নুতন মা ক‍্যান্টিন তৈরীর জন‍্য পরিদর্শন ও পর্যবেক্ষন করেন মেয়র গৌতম দেব।গত বোর্ড মিটিং এ ৩৬ নম্বর ওর্য়াড কাউন্সিলর রঞ্জন শীলশর্মা অভিযোগ করেছিলেন যে ভলিবল প্রতিযোগিতা ও আরো অনেক কিছুই হচ্ছে কিন্তু তাঁর ওর্য়াডের ভগ্ন দশা রাস্তা ও বাজার এলাকায় ড্রেন না থাকার দরুন বর্ষার সময় ঐ সব এলাকা ভেসে যায়।

এই অভিযোগের  ভিত্তিতে শুক্রবার মেয়র গৌতম দেব বোড়ো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস ও ৩৬ নম্বর ওর্য়াডের পুরপিতা রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করে সবকিছু খুটিয়ে দেখার পর সাংবাদিকদের গৌতমবাবু জানান যে, মা ক‍্যান্টিন মুখ‍্যমন্ত্রী স্বপ্নের একটি প্রজেক্ট যার দরুন অনেক সাধারণ ও গরীব মানুষ দু-মুঠো খাবার খেতে পারবেন।তাই এই কর্মকাণ্ড কে আরো বিস্তার করতে শান্তিনগর বাজার সংলগ্ন স্থান পরিদর্শন করে যাওয়া হলো খুব তাড়াতাড়ি এটি চালু করা হবে।এছাড়াও ৩৬ নম্বর ওর্য়াডে নিকাশি ব‍্যবসা জন‍্য কিছু নুতন ড্রেনের চাহিদা রয়েছে তা দেখে যাওয়া হলো।এরপর সব ইঞ্জিনিয়ারকে নিয়ে দেখে খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

You might also like!