West Bengal

4 months ago

Mamata Banerjee wishes Janmashtami : জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee (symbolic picture)
Mamata Banerjee (symbolic picture)

 

কলকাতা, ২৬ আগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাষ্টমীর শুভ উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মাষ্টমীর উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেন এবং নিজের জীবন দিয়ে প্রেম, সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করেন। এই উত্সব বিশেষ করে ভক্তি, ভালবাসা এবং সেবার বার্তা দেয় এবং সারা দেশে এই দিনটি ব্যাপক আড়ম্বরে উদযাপিত হয়। মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনা করা হয় এবং ভক্তরা উপবাস পালন করে ভগবান কৃষ্ণের উপাসনা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণকে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে প্রেম, শান্তি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

You might also like!