Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

International

1 day ago

Landslide in North China: ভারী বৃষ্টিপাত চিনে, ধসের জেরে মৃত ৪

Four dead, eight missing in China landslide after heavy rain
Four dead, eight missing in China landslide after heavy rain

 

বেজিং, ২৮ জুলাই : ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামল উত্তর চিনের হ্যেবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি গ্রামে। সোমবার এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, এখনও নিখোঁজ ৮ জন। চেংদে শহরের প্রশাসন জানায়, ধসের পর থেকেই উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের খোঁজে নিযুক্ত করা হয়েছে উদ্ধারকারী বাহিনী। উল্লেখ্য, গত চার দিনে লাগাতার ভারী বর্ষণে বেজিং এবং আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চিনের জলসম্পদ মন্ত্রক রাজধানীতে বন্যা মোকাবিলার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রসঙ্গত, এর আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকিতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল। পিংলিয়াং ও কুইংইয়াংয়ের কিছু অংশে স্বল্প-মেয়াদী ভারি বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে প্রাদেশিক জলসম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া বিভাগ যৌথভাবে আকস্মিক বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছিল। এ ছাড়া ভূমিধস, পাহাড় ধসের মতো বিপদের উচ্চ ঝুঁকির সতর্কতাও জারি করেছিল তারা। এ অঞ্চলগুলো ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


You might also like!