শ্রীনগর, ৩০ জুলাই : জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় দুর্ঘটনার কবলে পড়ল আইটিবিপি জওয়ানদের আনতে যাওয়া একটি বাস। প্রবল বৃষ্টির মধ্যে বুধবার ভোরে গান্দেরবাল জেলার কুল্লানে বাসটি সিন্ধু নদীতে পড়ে যায়। বাসের ভিতরে সেই সময় কোনও জওয়ান ছিলেন না, শুধুমাত্র বাসের চালক আহত হয়েছেন এবং তিনি স্থিতিশীল। জলের তোড়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। গান্দেরবাল জেলার কুল্লানে, সিন্ধু নদীতে এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, আইটিবিপি জওয়ানদের আনতে যাওয়ার সময় বুধবার ভোরে কুল্লান সেতু থেকে সিন্ধু নদীতে পড়ে যায় বাসটি, যার ফলে কিছু আগ্নেয়াস্ত্র নিখোঁজ হয়ে যায়। এখনও পর্যন্ত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে। পুলিশ জানিয়েছে, রাস্তায় বাঁক নেওয়ার সময় খালি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীতে পড়ে যায়।