West Bengal

4 hours ago

WBBSE Madhyamik Pariksha result 2025 : পিছিয়ে গেল তারিখ, ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

WBBSE Madhyamik Pariksha result 2025
WBBSE Madhyamik Pariksha result 2025

 

কলকাতা : আগামী ৩০ এপ্রিল নয়, মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ২ মে। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগ ইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন। আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার দিন ঘোষণা করল পর্ষদ

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে ফলপ্রকাশ হবে মাধ‍্যমিকের। ওই দিনই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

You might also like!