West Bengal

4 weeks ago

Loksabha Election 2024: জঙ্গলমহলে প্রার্থী ঘোষণা করল কুড়মি সমাজ,তিন কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে কুড়মিরা

Kurmi Samaj
Kurmi Samaj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা ভোটেও আলাদাভাবে লড়াই করার কথা ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজ।  জঙ্গলমহলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে কুড়মিদের। অনেকে বলছেন, এবার রাজনৈতিক দলগুলিকে জঙ্গলমহলে বেগ দেবে এই ‘বিকল্প রাজনীতি’। পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায়ও প্রার্থী দিল কুড়মি সমাজ। এবার সংগঠনের তরফে প্রার্থীর নামও ঘোষণা করা হল।

 বাঁকুড়ার খাতড়ায় কুড়মি সমাজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, বাঁকুড়া কেন্দ্রে 'কুড়মি সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী' হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন সুরজিৎ সিং কারমালি।এদিন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই খাতড়া এলাকার গ্রামগুলিতে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।

জঙ্গলমহলের মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া এই ৪টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই জানিয়েছিল কুড়মি সমাজ। এবার প্রার্থীর নামও ঘোষণা করা হল। সংগঠনের তরফে এককভাবে লড়াইয়ের কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে জঙ্গলমহলে জনজাতির ভোট বিভাজন হলে আদতে কার সুবিধা হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কুড়মি সহ হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি বলেন,  "দলিতদের কথা কেউ বলেনি, নির্বাচনে জিতলে সেই কথাই তুলে ধরব।" জঙ্গলমহলের শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যাহ্য দাম না পাওয়ার মতো বিষয়গুলি প্রচারে মূল হাতিয়ার করা হবে বলে জানিয়েছেন সুরজিৎ।


You might also like!