Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Mahua Moitra: অমিত শাহকে নিয়ে কটাক্ষ, মহুয়ার বিরুদ্ধে নতুন মামলা দায়ের!

Mahua Moitra
Mahua Moitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের আইনি বিপদে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার কোতোয়ালি থানার পর এবার ছত্তিশগড়ের রায়পুরের মানা ক্যাম্প থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। ভারতীয় দণ্ডবিধির ১৯৬ ও ১৯৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত ২৬ আগস্ট কৃষ্ণনগরে পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান তিনি এবং সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মহুয়ার বক্তব্য, ভারতের সীমান্তরক্ষার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর উপরই বর্তায়। অথচ প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বলেছিলেন, অনুপ্রবেশকারীরা দেশের জনবিন্যাস বদলে দিচ্ছে। সেই সময় প্রথম সারিতেই হাততালি দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যা মহুয়ার মতে ‘নির্লজ্জতা’। তাঁর কটাক্ষ, যদি সীমান্ত রক্ষার দায়িত্ব কেউ পালন না করেন এবং অন্য দেশের লাখ লাখ মানুষ এদেশে ঢুকে পড়ে, তবে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীরই জবাবদিহি করা উচিত।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। একজন সাংসদ কীভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মাথা কেটে নেওয়া’র মতো মন্তব্য করতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপির একাধিক নেতা অভিযোগ তুলেছেন, মহুয়ার বক্তব্য দেশবিরোধী। এ নিয়ে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তাঁর কটাক্ষ, “মহুয়াকে দেখলে বোঝা যায়, ইংরেজি জানলেই সঠিক শিক্ষা থাকে না।” ইতিমধ্যেই নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার রাজনৈতিক মহল। কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, ভোটবাক্সে ফায়দা তুলতে অনুপ্রবেশকারীদের বাংলায় বসবাসের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যের শাসক শিবির সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের পালটা দাবি, সীমান্ত সুরক্ষার দায় যেহেতু কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বিএসএফের। তাই অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকে।


You might also like!