Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

West Bengal

8 months ago

Cyclone: ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল ও কমলা সতর্কতা জারি

Cyclone
Cyclone

 

কলকাতা, ২৩ অক্টোবর: ধীরে ধীরে আবহাওয়া বদলাচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার সকাল থেকেই বদলে গিয়েছে আবহাওয়া, মেঘে ঢেকে গিয়েছে আকাশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড়-এর প্রভাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও দুর্যোগ চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও লাল আবার কোথাও কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি বাড়বে ২৪ ও ২৫ অক্টোবর। ২৪ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি প্রত্যাশিত। এরপর ২৫ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ভারী বৃষ্টি হতে পারে। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর প্রবল বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত সতর্কতা রয়েছে।

বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ওডিশার পুরী এবং এই রাজ্যের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। ‘ল্যান্ডফলের’ সময় ঘূর্ণিঝড়ের সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টা ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

You might also like!