Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

West Bengal

3 years ago

Extended Darjeeling Mail Service to Haldibari : দীর্ঘদিনের দাবি পূরণ, সম্প্ৰসারিত হলদিবাড়ি পর্যন্ত দার্জিলিং মেল পরিষেবা

Extended Darjeeling Mail Service to Haldibari
Extended Darjeeling Mail Service to Haldibari

 

গুয়াহাটি, ১১ আগস্ট  : ১২৩৪৩/১২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেলের পরিষেবা নিউ জলপাইগুড়িতে সংশোধিত সময়সূচি সহ হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এই সম্প্রসারণের ফলে হলদিবাড়ি, জলপাইগুড়ির মতো বৃহৎ এলাকার যাত্রীরা শিয়ালদহ যাত্রা করার ক্ষেত্রে সুবিধা লাভ করবেন। দার্জিলিং মেল হল ভারতের মধ্যে চলাচল করা অন্যতম পুরনো একটি লিজেন্ডারি ট্রেন, যা প্রাক-স্বাধীনতার সময় থেকে এখনও পর্যন্ত চলাচল করছে।

এই খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ১২৩৪৩ নম্বর শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল শিয়ালদহ থেকে ১৪ আগস্ট (রবিবার) থেকে ২২.০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৫ আগস্ট সোমবার ০৮.০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি এবং ১০.০০ ঘণ্টায় হলদিবাড়ি পৌঁছবে। ১২৩৪৪ নম্বর হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে ১৫ আগস্ট থেকে ১৮.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একইদিনে ১৯.৩৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি এবং ১৬ আগস্ট ০৬.০০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি শিয়ালদহ-হলদিবাড়ি-শিয়ালদহের মধ্যে দৈনিক ভিত্তিতে চলাচল করবে এবং শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহের মধ্যে সমগ্র পথে স্টপেজের সময়সূচি অপরিবর্তিত থাকবে, জানান সব্যসাচী দে। তিনি জানান, উভয় পথে যাত্রার সময় ট্রেনটি বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনে স্টপেজ দেবে।

তিনি আরও জানান, শিয়ালদহ-হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেলে ২২টি কোচ থাকবে। এর মধ্যে রয়েছে সাতটি এসি ৩-টিয়ার, দুটি এসি ২-টিয়ার, একটি এসি ফার্স্ট ক্লাস, সাতটি স্লিপার ক্লাস, তিনটি জেনারেল ক্লাস সিটিং, একটি জেনারেটর কাম লাগেজ ব্রেক ভ্যান ও একটি সেকেন্ড লাগেজ, গার্ড ও দিব্যাঙ্গ কম্পার্টেমন্ট।


You might also like!