ময়নাগুড়ি, ২৪ আগস্ট : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ধর্মপুর এলাকায়। মৃতদের নাম সুব্রত কবিরাজ (১৫) এবং অনিতা কবিরাজ (৩৫)। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অনিতাদের বাড়ির ভিতরেই রয়েছে তাঁদের পোল্ট্রি ফার্ম। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও অনিতা তাঁর ছেলেকে নিয়ে পোল্ট্রি ফার্মে মুরগীদের খাবার দিতে গিয়েছিলেন। কিন্তু ফার্মে প্রবেশ করার পরই আচমকা তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গিয়েছে। এরপর পরিবারের অপর এক সদস্যের তৎপরতায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়।