West Bengal

1 year ago

Court did not give a verdict in the Saradakand : সারদাকাণ্ডে শুভেন্দু যোগাযোগ তদন্তে রায় দিল না হাইকোর্ট

Court did not give a verdict in the Saradakand with Shuvendu
Court did not give a verdict in the Saradakand with Shuvendu

 

কলকাতা, ২ আগস্ট  : সারদা-কাণ্ডে শুভেন্দু অধিকারীর যোগাযোগ সংক্রান্ত মামলায় সোমবার কোনও রায় দিল না কলকাতা হাইকোর্ট। সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির প্রেক্ষিতে কাঁথি থানার তদন্ত নিয়ে মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

শুনানির সময় রাজ্য সরকারকে কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। সেই মামলার শুনানির পর চূড়ান্ত রায় দেবে আদালত।আইনজীবী রমাপ্রসাদ সরকার সম্প্রতি এক মামলার আবেদনে বলেন, সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দুবাবুর টাকা নেওয়ার কথা জানিয়েছেন। কাঁথি শহরের জন্য নগদে ওই টাকা নেওয়া হয়েছিল।দীর্ঘদিন ধরে সিবিআই এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। অথচ এখনও শুভেন্দুবাবুকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে না। মামলাকারীর প্রশ্ন, শুভেন্দুবাবুকে কেন তদন্তের বাইরে রাখা হবে?

শুভেন্দুবাবুর আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান, গত বিধানসভা ভোটের আগে সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লেখানো হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ সেই চিঠির কথা প্রকাশ্যে আনেন। এই কুণালই সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ছিলেন। বিধানসভা ভোটের আগে এই চিঠি রাজনৈতিক উদ্দেশ্যে লেখা হয়। তাঁর দাবি, এর আগে কখনও সারদায় শুভেন্দুবাবুর নাম উঠে আসেনি। সিবিআই আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, এই আবেদন গ্রহণযোগ্য হতে পারে না।


You might also like!