West Bengal

1 year ago

Chalsa : চালসার আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরি

Chalsa's Anandamoyi Kalibari Temple is an adventurous heist
Chalsa's Anandamoyi Kalibari Temple is an adventurous heist

 

চালসা, ২১ সেপ্টেম্বর  : জলপাইগুড়ির চালসার ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরি। বৃহস্পতিবার সকালে মন্দিরের পুরোহিত গেট খোলার জন্য আসতেই চুরির বিষয়টি জানতে পারেন।

মন্দিরের লোহার গ্রিলের গেটের তালা ভেঙে কালী মায়ের মূর্তির সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় মন্দির কমিটির কর্মকর্তাদের। তাঁরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন। পরবর্তীতে মেটেলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনা তদন্ত করে।

জানা গিয়েছে, মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত কয়েকদিন আগে সেটি খারাপ হয়েছিল। তাই সেটি মেরামতের জন্য দেওয়া হয়েছে। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে বলে অনুমান। মা আনন্দময়ী কালীবাড়ির সম্পাদক বিমলেন্দু সিংহ রায় বলেন, ‘ঘটনায় আমরা সকলেই বিস্মিত। মায়ের সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সাও নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না ছিল মায়ের মূর্তিতে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।‘


You might also like!