West Bengal

5 months ago

Krishnanagar: কৃষ্ণনগরে হর ঘর তিরঙ্গা উদযাপন বিএসএফ-এর, বিতরণ করা হল জাতীয় পতাকা

BSF's Har Ghar Tricolor celebration at Krishnanagar
BSF's Har Ghar Tricolor celebration at Krishnanagar

 

কৃষ্ণনগর, ১৪ আগস্ট : নদীয়া জেলার কৃষ্ণনগরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করলো সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এই অভিযানের অঙ্গ হিসেবে তিরঙ্গা বাইক র‍্যালির আয়োজন করা হয় বিএসএফ-এর পক্ষ থেকে। এছাড়াও বিএসএফ-এর পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

৭৮-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিএসএফ-এর কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উদ্দীপনা দেখা গিয়েছে। কৃষ্ণনগর বিএসএফ ডিআইজি সঞ্জয় কুমার বলেছেন, "আমরা চাই দেশের প্রতিটি নাগরিক নিজস্ব দেশ নিয়ে গর্ববোধ করুক এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুক। আমরা প্রত্যেকের কাছে পতাকা বিতরণ করছি এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা পাঠাচ্ছি। আমরা ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা দেখতে চাই।"

You might also like!