হরিদ্বার, ২৮ জুলাই : হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮। এছাড়াও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। হরিদ্বার জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, রবিবার মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। মোট আহতের সংখ্যা ৩০। উল্লেখ্য, হরিদ্বারের পাহাড়ের কোলে মনসা দেবী মন্দির। শ্রাবণ মাসের প্রায় প্রতি দিনই মন্দিরে ভক্তদের ভিড় হয়। রবিবার সকালে সেই ভিড়ের মধ্যে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, গুজব ছড়ানোর কারণে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে। সেই থেকেই ঘটে দুর্ঘটনা। ভক্তেরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তখনই বিপত্তি ঘটে।