West Bengal

4 days ago

Tathagata Roy: আরো ডুববে বাংলাদেশ, আল্লাও বাঁচাতে পারবে কিনা সন্দেহ, মন্তব্য তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  “আরো ডুববে বাংলাদেশ। ওদের আল্লাও কতদূর বাঁচাতে পারবে সন্দেহ আছে। আমার পূর্বপুরুষের দেশ হিসাবে অবস্থা দেখে দুঃখই হয় !”

এক্স হ্যান্ডলে এমনই বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “ভারতের বগলের নীচে চাপা একটি রাষ্ট্র। কয়লা লোহা পাথর কিছুই নেই, উৎপন্ন দ্রব্য বলতে শুধু ইসলামী হ্রেষারব আর মানবশিশু। আদানি বিদ্যুৎ সংস্থার কাছে আশি কোটি ডলার বাকি। এহেন দেশকে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন হাসিনা। অবশ্যই ভারতের সাহায্য নিয়ে, তাছাড়া সম্ভবই নয়। কিন্তু নিজের সর্বনাশ করলেন হেফাজতিদের সঙ্গে ফ্লার্ট করে। সেই সঙ্গে দেশেরও সাড়ে সর্বনাশ হল।”

এই সঙ্গে যুক্ত করেছেন একটি বানিজ্য-বিষয়ক ইংরেজি দৈনিকের খবর। তাতে লেখা, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে ৮০০ মিলিয়ন ডলার দেওয়ার জন্য হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের জন্য এই গ্রুপের ওই অর্থ পাওনা।


You might also like!