দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সাধারণ সভাকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এদিন সকাল ১১টায় আহূত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সমবায় সমিতি কর্তৃপক্ষ। এদিনের সভার শুরুতে বিগত সাধারণ সভার প্রস্তাবাদী পাঠ ও অনুমোদন গ্রহণ করা হবে।
পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী বিগত ২০২৩-২৪ অর্থবছরের স্থিতিপত্র পাঠ, পর্যালোচনা ও অনুমোদন গৃহীত হবে। সমিতির ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর সমিতির ২০২৪-২৫ সালের সভ্যদের ঋণ গ্রহণের ঊর্ধ্বতম সীমা নির্ধারণ ছাড়াও ২০২৪-২৫ সালের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হবে।সাধারণ সভায় সমিতির সার্বিক উন্নতি নিয়ে বিশদে আলোচনাও করা হবে। এতে প্রত্যেক সভ্যি ও সভ্যাহকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সমবায় সমিতির কর্মকর্তারা।