West Bengal

1 year ago

Cooch Behar:রাস্তার পাশে পুকুরে পড়ে বোমা, হইচই কোচবিহারের দিনহাটায়

A bomb falls in a pond on the side of the road, the noise is heard in Cooch Behar
A bomb falls in a pond on the side of the road, the noise is heard in Cooch Behar

 

দিনহাটা, ২১ নভেম্বর : কোচবিহার জেলার দিনহাটায় রাস্তার পাশে পুকুরে পড় থেকে উদ্ধার হল বোমা। ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনী গ্রামে। মঙ্গলবার সকালে ওই পুকুরে একটি বোমা পড়ে থাকতে দেখতে পান স্থানীয় কয়েকজন। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় গীতালদহ পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক অনুমান, বোমাটি বেশ কিছুদিন আগেই সেখানে রাখা হয়েছিল। ফলে জলে ভিজে বোমাটি নষ্ট হয়ে গিয়েছে। তবে স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে পুলিশ বোমাটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে কে বা কারা এভাবে পুকুরে বোমা ফেলে রেখেছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!