বৈশাখের শুরু থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে । পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। হাঁসফাঁস অবস্থা মানুষজনের। গরমে অসহায় অবস্থা বনের জীবজন্তুর। পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে হরিন, হায়না, ময়ূর নীলগাই সহ রয়েছে নানান প্রজাতির পশু পাখি। দাবদাহ থেকে বনের হরিন, ময়ূরসহ অন্যান্য পশুপাখিকে সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বনদপ্তর। দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল এবং কাঁচা শাকসবজি । জঙ্গলের ভিতরে জলাশয়ে যথেষ্ট পরিমান জল আছে কিনা নজর রাখা হচ্ছে। জলের পরিমান কমে গেলে সাবমার্শিবেল পাম্পের সাহায্যে জলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুরের রেঞ্জ অফিসার।