Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

Video

8 months ago

Heat Relief for Animals | গরমে হাঁসফাঁস বন্যপ্রাণী, পানাগড়ে বনদপ্তরের বিশেষ উদ্যোগ

 

বৈশাখের শুরু থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে । পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। হাঁসফাঁস অবস্থা মানুষজনের। গরমে অসহায় অবস্থা বনের জীবজন্তুর। পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে হরিন, হায়না, ময়ূর নীলগাই সহ রয়েছে নানান প্রজাতির পশু পাখি। দাবদাহ থেকে বনের হরিন, ময়ূরসহ অন্যান্য পশুপাখিকে সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বনদপ্তর। দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জল এবং কাঁচা শাকসবজি । জঙ্গলের ভিতরে জলাশয়ে যথেষ্ট পরিমান জল আছে কিনা নজর রাখা হচ্ছে। জলের পরিমান কমে গেলে সাবমার্শিবেল পাম্পের সাহায্যে জলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুরের রেঞ্জ অফিসার।

You might also like!