Ncw সাংবাদিক সম্মেলন বিজয়া রাহাতকর দুদিন মহিলা কমিশনের দল পশ্চিমবঙ্গ আসে। মালদা এবং মুর্শিদাবাদে যায় আর। মহিলাদের পাশে দাঁড়াতে আমরা এখানে এসেছি। ২ দিনে অনেক বাচ্চা এবং মহিলাদের সঙ্গে কথা বলেছি। যে ঘটনা ঘটছে তাতে ওনারা অসহনীয় কষ্টে রয়েছে। যে পরিস্থিতি আমরা দেখলাম তা এতটা খারাপ আমি কখনো ভুলবনা । এরকম সাম্প্রদায়িক ঘটনায় বেশি প্রভাব পড়ে মহিলা এবং বাচ্চাদের ওপর। কয়েক শো বিড়ি ভাঙচুর করা হয়েছে লুঠ করা হয়েছে। শুধু এটা নয় হুমকিও দেওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছে তার ওনাদের শারিরীক পরিস্থিতির ওপর প্রভাব পড়েছে। ওনারা বারবার বলছেন আমরা কী করেছি আমাদের সঙ্গে এমন কেমন ড়ল। আমরা তো আজ করি গ্ৰামের লোক। অনেক স্বপ্ন নিয়ে নিজেদের জায়গায় ঘর বানিয়েছিল। ওনাদের সব কিছু শেষ। ওনারা বলছে আমাদের কী দোষ যে আমাদের জায়গায় আমরা আজ ঘরহারা। ঘরে আগুন লাগা হয়েছে , বের করে দেওয়া হয়েছে। চারদিন আগে যে মা হয়েছে তাকেও জীবন বাঁচানোর জন্য পালাতে হচ্ছে। ওনাদের পাশে থাকার বার্তা দিয়েছি পুরো দেশ আপনাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গ বঙ্গের সরকারকে দ্রুত ব্যাবস্থা নেওয়ার আবেদন করবো এনারা আমাদের নিজেদের লোক। এনাদের পাশে দাঁড়াতে বলবো। ওনাদের খেয়াল রাখতে হবে মনো বল বাড়াতে হবে। যে ক্ষতি হয়েছে তার ঠিক করা ও আপনার দায়িত্ব। ওনাদের সুরক্ষা দেওয়া , ন্যায় দেওয়া ও আপানাদের কাজ। পশ্চিমবঙ্গের মহিলা কমিশনকে বলবো আপনারা ও ওখানে যান ওনাদের যে পাশে দাঁড়ান। যেই মা নিজের ছেলে এবং স্বামীকে হারিয়েছে তাদের পাশে দাঁড়ান। বলুন ওনাদের আপনারা ওনাদের পাশে আছি । যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে তার ঠিক করা এখন সরকারের দায়িত্ব । সবাই ওনাদের পাশে থাকুন। ##### পরবর্তী পদক্ষেপ ওনাদের পাশে থাকা আমাদের এখন সবথেকে জরুরি। এই পরিস্থিতি কী কী করা যায় তার রিপোর্ট তৈরি করবো আমরা #### ওনারা যেটা জানিয়েছেন বিএসএফ ওনাদের পাশে দাঁড়িয়েছে। ওনারা বিএসএফ চাইছেন। #### পশ্চিমবঙ্গ মুখ্যসচিব, ডিজি এবং কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে। #₹₹₹ এটাতে রাজনৈতিক রঙ লাগিয়ে তাদের কথা হবে। আমরা এখানে এসে রাজনৈতিক কোনো কথা বলিনি। এই ঘটনা কেন ঘটলো সেই দিকে নজর দিতে হবে। #### মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি আর এস এসের কারনে এই ঘটনা ঘটছে আমি এমন কিছু দেখিনি। তবে আমি একটাই কথা বলবো এই ঘটনায় কোনো রাজনীতি করা হবেনা। এখানের সরকার এখন পর্যন্ত কী ব্যাবস্থা নিল, ওনাদের থাকার কেন কোনো ব্যাবস্থা নেওয়া হলো না সেই দিকে নজর দিতে হবে। #### আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আসিনি আমরা ওই মহিলাদের পাশে দাঁড়াতে এসেছি। ওনাদের বলা হচ্ছে আপনার স্বামী আমি হয়ে যাবো, মেয়েদের কে ওনাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে টেনে। মহিলা হয়ে যদি আমরা ওনাদের পাশে দাঁড়াতে হবে। ### শুভেন্দু অধিকারী বলছেন পদক্ষেপ নিতে হবে কোনো অ্যাকশন নিতে হলে ওটা রাজ্য সরকার কে নিতে হবে। ওনাদের কাছে অনুরোধ ব্যাবস্থা নিন।