পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ, বুকে লাথি মারার জন্যএস ইউ সি আই সি এর তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশের শাস্তি দাবি তুলে প্রতিবাদ মিছিল এস ইউ সি আই সি মথুরাপুর দুই নম্বর ব্লক পক্ষ থেকে জানান তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল। মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন, অথচ কসবা ডি আই অফিস, বর্ধমান, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর পুলিশ সেই শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করল, বুকে লাথি মারল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা। আমরা এর তীব্র নিন্দা করছি এবং দোষী পুলিশের শাস্তি দাবি করছি। এর প্রতিবাদে এদিন সারা বাংলা প্রতিবাদ দিবসে রায়দিঘী, মথুরাপুর,ঢোলা, মন্দিরবাজার,বিষ্ণুপুর সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়। এদিন রায়দিঘী থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছালে পুলিশ থানার গেট গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকেদেয়। এর পর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে সভা হয়। আজকের এই আন্দোলনে নেতৃত্ব দেন এস ইউ সি আই সি এর পক্ষ থেকে গুনসিন্ধু হালদার, বিশ্বনাথ সরদার, বামদেব হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এস ইউ সি আই সি এর পক্ষ থেকে এই মিছিল থেকে জানান রাজ্য সরকার দোষী পুলিশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এবং যজ্ঞ স্কুল মাস্টারদের চাকরিতে না ফেরালে, পরবর্তীতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আন্দোলন চালিয়ে যাবো।