জামালপুর, পূর্ব বর্ধমান - পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর, কেরিলি,নবগ্রাম,ইটখোলা পাড়া, আঝাপুর, সাচড়া সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ ৪-৫ বছর ধরে সজল ধারার পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোন জল। গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা, যোগ্য প্রার্থী হলেও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবী নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন, মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রীষ্মের সময়, বাড়ছে তাপমাত্রা, সূর্যের চোখ রাঙানি গ্রামে জলের ভালো ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা, এর আগেও অনেকেই ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন। তাই একপ্রকার দেয়ালে পিঠ ঠেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।বিগত ১০ বছর ধরে পঞ্চায়েতের ট্যাক্স বেড়েছে, কিন্তু পরিষেবা এতোটুকুও বাড়েনি। তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা, রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবি বিক্ষোভ কারীদের।