তাপপ্রবাহের তীব্র দাপটে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলা বাসীর । চৈত্র মাসের শুরু থেকেই ৪০ ডিগ্রি ছুঁয়েছে যায় জেলার তাপমাত্রা । আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস । গরমে পুড়ছে লাল মাটির এই জেলা । সকাল থেকে রোদের তেজ এতটাই যে বাড়ির বাইরে পা রাখলেই ঝলসে যাচ্ছে চোখ-মুখ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান, খুব জরুরী প্রয়োজন ছাড়া সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না । আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলে পরিস্থিতি যে আরও শোচনীয় হতে পারে তা মনে করে আশঙ্কিত জেলাবাসী । বৃষ্টিই দিতে পারে জেলাবাসীকে একমাত্র স্বস্তি ।