Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura:দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের কাছে বিভিন্ন দাবিতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন

Trinamool Congress gave deputation to South Tripura District Collector
Trinamool Congress gave deputation to South Tripura District Collector

 

বিলোনিয়া (ত্রিপুরা), ৫ অক্টোবর  : দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। বিলোনিয়া শহর এলাকার মধ্যে জেলার বিভিন্ন অফিস নির্মাণ করার দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারজনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসকের সাথে।

তাঁরা বলেন, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিস মির্জাপুর থেকে স্থানান্তরিত করে কিল্লামুড়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, তা যেন না হয়। তাঁদের দাবি, বিলোনিয়া টাউন হল-এর সামনে সরকারি জায়গায় যেন অফিসবাড়ি নির্মাণ করা হয়। এই দাবিতে জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে দাবি সংবলিত এক স্মারকপত্ৰ জেলাশাসক সাজু ওয়াহিদ এ-র হাতে তুলে দেয় প্রতিনিধি দলটি। তাঁরা জানান, জেলাশাসক দাবির যৌক্তিকতা স্বীকার করে বিষয়টি নিয়ে ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, একের পর এক জেলার বিভিন্ন অফিস বিলোনিয়া জেলা সদরে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অন্য স্থানে। জেলা সদর বিলোনিয়া হয়েও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত সাধারণ জনগণ। এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা বাদল মল্লিক সহ অন্যরা।

You might also like!