Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura :পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন গণতান্ত্রিক নারী সমিতির

Representatives of the Democratic Women's Association
Representatives of the Democratic Women's Association

 

আগরতলা  : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন দিলেন গণতান্ত্রিক নারী সমিতির প্রতিনিধিরা৷ পুর নিগমের অফিসের সামনে প্রথমে সংগঠনের নারীনেত্রীরা বিক্ষোভ দেখান৷ তার পর কমিশনারের অফিসে গিয়ে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দিয়েছেন৷

যে সব দাবির ভিত্তিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, টুয়েপ প্রকল্পে বছরে ১০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে৷ সেই সাথে এই প্রকল্পে শ্রমিকদের মজুরি ৩৪০ টাকা করতে হবে৷ তাছাড়া বিভিন্ন সামাজিক ভাতা নিয়মিত প্রদান করা এবং সামাজিক ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি করতে হবে৷

নারী নেত্রীদের বক্তব্য, টুয়েপের কাজ নিয়মিত করা হচ্ছে না৷ তাতে আর্থিক ভাবে শ্রমিকরা নানা সমস্যায় পড়ছেন৷ একই অবস্থা সামাজিক ভাতা প্রাপকদেরও৷ অনেকেই নিয়মিত ভাতা পান না৷ তাছাড়া, অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন যাঁদেরকে ভাতা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে না৷ অবিলম্বে এ–সব দাবি পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন গণতান্ত্রিক নারী সমিতির প্রতিনিধিরা৷

You might also like!