Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Tripura

11 months ago

Manik Sarkar:বিজেপির বিরুদ্ধে মানুষকে আরও বেশি সংগঠিত করা প্রয়োজন : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  দেশের গণতান্ত্রিক- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে মোদি সরকারের এক দেশ- এক নির্বাচন করার প্রচেষ্টার অভিযোগে সিপিআইএমের উদ্যোগে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে ।

এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে, সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা ও অহিদুর রহমান।

কর্মসূচির প্রথম পর্বে মিছিল শুরু হয় সোনামুড়া শহরের মূলত সড়ক পথ ধরে। মিছিল শেষে রবীন্দ্র চৌমুহনি এলাকায় জনসভা হয়। মানিক সরকার তাঁর বক্তব্যের শুরুতে বলেন, স্বাধীনতার পর এক কঠিন পরিস্থিতি মুখোমুখি ভারতবাসী। আর এস এসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত কয়েক বছর ধরে ভারত শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে তেমন কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্থা নেই।

মানিক সরকার আরো বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্কলাপের উপর আক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধী দলকে কোণঠাসা করে রাখা অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এই জন্যই তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ শাসক দলের সকল কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট অবগত হয়ে গিয়েছেন। তার প্রমাণ এবারের নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংগঠিত করা এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজন বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

You might also like!