আগরতলা, ১২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির লক্ষ্য সারা দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগানো। যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাঁদের সম্মান জানাতে এই কর্মসূচি চালু করা হয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সোমবার আগরতলায় ৮-টাউন বড়দোয়ালি মণ্ডল কৰ্তৃক আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্ৰহণ করে কথাগুলি বলেন তিনি।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে ২০২২ সালের ১৫ আগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই উদ্যোগে ১৩, ১৪ এবং ১৫ আগস্ট তিন দিনের কার্যক্রম অন্তর্ভুক্ত। যার প্রাথমিক লক্ষ্য দেশ এবং এর সার্বভৌমত্বের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের সম্মান জানানো। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে প্রতিটি বাড়িতে, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ডা. সাহা আরও বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক জাতির বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রবর্তিত এই কর্মসূচিটি ২০২৩ সালে শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে পালন করা হয়েছে এবং ২০২৪ সালেও তা অব্যাহত থাকবে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে সাইক্লিং ইভেন্ট, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কার্যক্রমের আয়োজন করা হবে।