Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

2 years ago

Elephant Safari is temporarily closed:কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি

Elephant Safari is temporarily closed in Kaziranga
Elephant Safari is temporarily closed in Kaziranga

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বন্য জন্তু তো আছেই। হাতি সাফারির টানেও অনেকে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে যান। তবে এবার কাজিরাঙায় যেতে ইচ্ছুক পর্যটকদের জন্য কিছুটা হলেও মন খারাপের খবর। তবে সব দিক বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে সরকারি দফতর। এবার কাজিরাঙায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে হাতি সাফারি।

আসলে কাজিরাঙায় এবার সাময়িকভাবে হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ ও ৮ এপ্রিল গজ উৎসব হবে কাজিরাঙায়। মূলত হাতি সংরক্ষণের জন্যই এই বিশেষ উদ্যোগ। হাতি ও মানুষের সংঘাত কীভাবে কমানো যায় সেই লক্ষ্যেও এই হাতি উৎসবের আয়োজন। এই উৎসবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই এই বিশেষ উৎসবের সূচনা করবেন। আর সূত্রের উৎসব গজ উৎসবের দিন দুয়েক কাজিরাঙায় হাতি সাফারি, কার সাফারি সাময়িকভাবে বন্ধ থাকবে। এই দুদিন পর্যটকরা এই বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে যাঁদের এই সময়ের মধ্য়ে কাজিরাঙায় বেড়াতে যাওয়ার আছে তাঁরা বিষয়টি নিয়ে একটু খোঁজখবর করে নিতে পারেন।

সূত্রের খবর, বুড়াপাহাড়, আগোরাতলি, বাগোরি, কোহোরা সহ জলদাপাড়া অভয়ারণ্যের বিভিন্ন এলাকাতেই হাতি সাফারি, জিপ সাফারি উভয়ই বন্ধ থাকবে। সেক্ষেত্রে এই সময়টাতে এলে জঙ্গলের পথে হাতির পিঠে চেপে জঙ্গল দর্শনের সুযোগ আপনার নাও মিলতে পারে।

কাজিরাঙায় শুধু গন্ডারের টানেই নয়। হাতি সাফারির টানেও বহু পর্যটক আসেন। বন্য জীবজন্তু, জঙ্গলের প্রতি যাঁদের টান রয়েছে। তাঁরা এই সুযোগটা হারাতে চান না। হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির যে অভিজ্ঞতা তা অনেকের মনেই বহু দিন থেকে যায়। অনেকেই মিস করতে চান না এই বিশেষ সুযোগ।

তবে গজ উৎসবকে কেন্দ্র করেও কাজিরাঙাতে হাতিদের সংরক্ষণ নিয়ে নানা আলোচনা করা হবে। বহু বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত থাকবেন। হাতিদের উপযোগী জঙ্গল যাতে থাকে, তাদের খাবারের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখার ব্যাপারেও বলা হয়েছে। এদিকে রিপোর্ট বলছে অসমে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাতির সংখ্যা। সেক্ষেত্রে এই কাজিরাঙাতে তথা অসমে গজ উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


You might also like!