Technology

1 day ago

Facebook: সতর্কতার সঙ্গে ফেসবুক ব্যবহার করুন,নাহলেই হাজতবাস! জেনে নিন বিস্তারিত

Facebook
Facebook

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে ফেসবুকের জনপ্রিয়তা শীর্ষে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও ক্রমে বৃদ্ধি হচ্ছে। বলাই বাহুল্য, ফেসবুক এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমাদের জীবন যাপনের নানান মুহুর্ত ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আসে। একপ্রান্তে থাকা ব্যাক্তি খুব সহজেই অপরপ্রান্তের ব্যাক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। ফেসবুক ওয়ালে অনেকেই তাঁদের মনের ভাব, অনুভূতি লেখেন। পাশাপাশি অনেকাংশেই লেখকের সঙ্গে পাঠকের সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছুও পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!

অনেকেই সোশ্যাল মিডিয়া বিস্তর ভাবনাচিন্তা করে ব্যবহার করেন আবার কিছু অংশের ইউজার বিশেষ কিছু ভাবনাচিন্তা না করেই নানান রকমের পোস্ট আপলোড করতে থাকেন। ফলত, ঘটে যায় নানান বিপত্তি। কী ধরনের পোস্ট করবেন না? জেনে নিন,

* আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট:  জাতীয় বা সাম্প্রদায়িক ভাবাবেগকে আঘাত করে এমন পোস্ট করে ফেললে কিন্তু ইউজারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার নানান ধারায় মামলা রুজু হতে পারে। এই ধরনের পোস্টকে সাইবার অপরাধ হিসেবে ধরা হয়। কাজেই এই ধরনের বিষয় শেয়ার করা তো বটেই, কোনও ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

* প্রাইভেসি লঙ্ঘন:  ফেসবুকে কারও ছবি, ভিডিও তাঁর অনুমতি না নিয়ে পোস্ট কারও বিপজ্জনক হতে পারে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ও ৬৭ ধারায় এটা অপরাধ। অভিযোগ প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে। তাই কারও অনুমতি না নিয়ে তাঁর ছবি বা ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া কারও ব্যক্তিগত তথ্য যথা ফোন নম্বর, ঠিকানা বা ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করাও একই রকম অন্যায়। এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক হোন।

* ফেক প্রোফাইল: অন্য কোনও ব্যক্তির নাম, ছবি বা তথ্যের ব্যবহার করে ‘ফেক’ অ্যাকাউন্ট শেয়ার করলে কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে বসবেন। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ও ৬৬ডি ধারায় দোষী সাব্যস্ত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। দিতে হবে বিপুল জরিমানাও।

* ফেক নিউজ শেয়ার: অনেক সময় ফেসবুকে ভুয়ো খবর ভাইরাল হয়ে যায় এবং অনেকেই সেটা যাচাই না করেই সেসব শেয়ার করে দেন। মনে রাখবেন, আপনি যদি মিথ্যা তথ্য, বিকৃত ছবি বা গুজব শেয়ার করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইটি আইন, তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা করা যেতে পারে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলিকে বিশ্বাস করুন।

You might also like!