দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানি গত কয়েক মাসে মার্কেটে একাধিক মোবাইল ফোন লঞ্চ করেছে এবং ইতিমধ্যেই কোম্পানি এই সিরিজের অধীনে একটি নতুন 5G ফোনেও কাজ শুরু করে দিয়েছে। এই নতুন স্মার্টফোনটি Nokia G42 5G নামে লঞ্চ হবে যা বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে।নোকিয়া জি৪২ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৬,৩০০ টাকা)। আবার ফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও এর দাম জানানো হয়নি। এটি আমেরিকা, ব্রিটেন ও ইউরোপে শীঘ্রই বিক্রির জন্য উপলব্ধ হবে।
Nokia G42 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া জি৪২ ৫জি ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে গরিলা গ্লাস প্রোটেকশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর ও ৬ জিবি র্যাম দেওয়া হয়েছে। আর নোকিয়া জি৪২ ৫জি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে।
ফটোগ্রাফির কথা বললে, Nokia G42 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Nokia G42 5G পেয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ৮০০ বার চার্জ করলেও এই ব্যাটারি তার ৮০ শতাংশ ক্যাপাসিটি বজায় রাখবে। আর সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ডুয়েল 4G ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আবার ফোনটি জল প্রতিরোধী আইপি৫২ রেটিং সহ এসেছে।