দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরেই চাহিদা ছিল। কিন্তু সেভাবে এগোতে পারেনি সংস্থাগুলি। এবার গেমিং ডিসপ্লে এক্সপেরিয়েন্সে বিপ্লব ঘটতে চলেছে। ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে এবার নতুন টেকনোলজি আনার ঘোষণা করল একাধিক সংস্থা। যার ফলে কোনও গ্লাস না পরেই এবার থ্রি-ডি দেখা যাবে। ওএলইডি স্ক্রিনের রিফ্রেশ রেট বেড়ে হবে প্রায় ৫০০ হার্টজ।
ভার্চুয়াল রিয়েলিটি ও গ্রাফিক্স কার্ডের অত্যাধুনিক প্রযুক্তিতে ফটোরিয়েলিজম আরও উন্নত হয়েছে। গেমিং এক্সপেরিয়েন্সও আরও আসল দুনিয়ার মতো হয়েছে। কিন্তু মনিটরের ডিসপ্লের প্রযুক্তির অভাবে কোথাও যেন সীমিত হয়ে যাচ্ছিল।
এবার স্যামসাং, ডেল, এমএসআই-এর মতো সংস্থাগুলি ২৭ ইঞ্চি মনিটরে ৩৬০ হার্টজ করে রিফ্রেশ রেট দেওয়ার ঘোষণা করেছে। থাকবে 2K ও 4K ভিডিয়ো পরিষেবাও। তার ফলে ডিসপ্লে দুনিয়ায় ইতিহাস তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।