Technology

10 months ago

MG Motor Gloster:এমজি মোটর ইন্ডিয়াএর ‘BLACKSTORM’ ভার্সন লঞ্চ হল করলো,দাম 40.29 লাখ টাকা

MG Motor Gloster
MG Motor Gloster

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবারে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ভারতে তাদের বহু মূল্যবান গাড়ি লঞ্চ করল। যার নাম – MG Gloster BlackStorm। সেই গাড়িটির এবার একটি ব্ল্যাকস্টর্ম এডিশন হাজির হল, যার দাম শুরু হচ্ছে 40.29 লাখ টাকা থেকে।একটি বিবৃতি জারি করে MG Motor India-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গৌরব গুপ্তা বলছেন, “এই অ্যাডভান্সড Gloster BLACKSTORM তাঁদের মন জিততে চলেছে, যাঁদের মধ্যে SUV নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে।”

MG Motor ভারতে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। মিনি এসইউভি থেকে শুরু করে সংস্থাটি একাধিক সেগমেন্টে নিজস্ব মডেল লঞ্চ করেছে। এহেন MG Motor-এর জনপ্রিয় একটি গাড়ির নাম MG Gloster BLACKSTORM SUV। সেই গাড়িটির এবার একটি ব্ল্যাকস্টর্ম এডিশন হাজির হল, যার দাম শুরু হচ্ছে 40.29 লাখ টাকা থেকে।

দর্শনের চমক আনতে MG Gloster BlackStorm এডাশনের ORVM, ফ্রন্ট ও রিয়ার বাম্পার, হেডল্যাম্পের ভেতর, ব্রেক ক্যালিপার এবং ডোর প্রটেক্টরের পাশে লাল রঙ করা হয়েছে। কেবিনেও দেওয়া হয়েছে অল-ব্ল্যাক লেআউট সহ লালের স্পর্শ। সিক্স ও সেভেন সিটার কনফিগারেশনে বেছে নেওয়া যাবে গাড়িটি।MG Gloster BLACKSTORM গাড়িটির গ্লস্টার এবং ইন্টারনেট ইনসাইড এই দুইয়ের অর্থে এখানে গাড়িটিতে মেটাল ব্ল্যাক এবং মেটাল অ্যাশ কালার ব্যবহার করা হয়েছে। রুফ রেইল, স্মোকড ব্ল্যাক টেইললাইট, উইন্ডো সারাউন্ড ফেন্ডার, ফগ গার্নিশ ইত্যাদি যথেষ্ট প্রাধান্য পেয়েছে গাড়িটির ডার্ক থিমে।

স্ট্যান্ডার্ড মডেলের সাথে MG Gloster BlackStorm-এর কারিগরি বৈশিষ্ট্যে কোন পরিবর্তন নেই। এতে রয়েছে একটি ২.০ লিটার ডিজেল ইঞ্জিন। মোট দুই ধরনের আউটপুট সহ বেছে নেওয়া যায় এটি। একটি থেকে উৎপন্ন হয় ১৬১ পিএস শক্তি এবং ৩৭৪ এনএম টর্ক। এবং অপরটির আউটপুট ২১৬ পিএস এবং ৪৭৯ এনএম । উভয় ইঞ্জিনের সাথে ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স অফার করা হয়।


You might also like!