Technology

1 year ago

Infinix Hot 40i রয়েছে অসাধারণ ফিচার ও স্পেসিফিকেশন

Infinix Hot 40i
Infinix Hot 40i

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে Infinix Hot 40 সিরিজের ফোনগুলির রোলআউট শুরু করেছে। Infinix Hot 40i এবার সৌদি আরবে লঞ্চ হয়েছে। Infinix Hot 40i খুব সস্তায় এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G88 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

Infinix Hot 40i এর দাম

কোম্পানি সৌদি আরবে Infinix Hot 40i ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে।

ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেল SAR 375 অর্থাৎ 8,300 টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনের 8GB RAM +256জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে SAR 465 অর্থাৎ প্রায় 10,300 টাকা।

এই ফোনটি পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Infinix Hot 40i ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর দেওয়া হয়েছে, যা এন্ট্রি লেভেলের মধ্যে যথেষ্ট ভালো পারফরমেন্স দেওয়ার জন্য বেশ সুপরিচিত।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: সৌদি আরবে Infinix Hot 40i ফোনে এনএফসি ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুএল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Infinix Hot 40i ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।


You might also like!