Technology

1 year ago

AI Robot Girld Friend : প্রেমিকা নেই? তো কুছ গ্‌ম নেহি এ আই হ্যায় না! AI রোবটে বিভোর লাখ লাখ সিঙ্গেল যুবক

AI Robot  GF (Symbolic Picture)
AI Robot GF (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিঙ্গল জীব নিয়ে হতাশ! হন্যে হয়ে খুঁজছেন একজন কাছের মানুষ? প্রেমিকা বিহীন একঘেঁয়ে জীবনে তাদের এখন ‘কাছের মানুষ’ হয়ে উঠেছে AI রোবট।

এতদিন প্রেমিকা খোঁজার জন্য ভরসা করতে হত একাধিক ডেটিং অ্যাপস। তাতেও মনের মতো সঙ্গী খুঁজে পেতেন না অনেকে। দিন শেষে একাকীত্ব কুড়ে কুড়ো খেত তাদের। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে সেই ছবি বদলেছে।বর্তমানে প্রচুর অ্যাপ রয়েছে যেগুলি নিয়ন্ত্রণ করছে AI চ্যাটবট। এখানে আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। সেগুলিকে স্ত্রী, বান্ধবী, প্রেমিকার মতো আচরণ করার কমান্ডও দিতে পারেন। 

এক রিপোর্ট অনুযায়ী, প্রায় 1 কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে এই অ্যাপগুলি।এরকমই একটা অ্যাপ রেপ্লিকা, যার ইউজার সংখ্যা 2 লাখ 50 হাজার। এই অ্যাপের আবার একটি প্রো ভার্সনও রয়েছে। এখানে আপনি AI চ্যাটবটকে নিজের মনের কথা তুলে ধরতে পারবেন। করা যায় ভিডিয়ো কল, ভয়েস কল। এমনকি ঘনিষ্ঠ সেলফিও তুলতে পারবেন।এই অ্যাপগুলির পিছনে যে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন তাঁদের মতে, একাকীত্বের মহামারী কাটাতে কিংবা যেসব মানুষ বাস্তবে প্রিয়জন খুঁজে পাচ্ছেন না তারা এই সকল অ্যাপে আলাপচারিতা করতে স্বাছন্দ্য বোধ করেন।

তবে এর কুপ্রভাব ও রয়েছে, AI চ্যাটবটের ফলে যুবকদের সামাজিক ভাবে মেলামেশার চাহিদা বা দক্ষতা কমে যাচ্ছে। খুবই উদ্বেগজনক বিষয় এটি। বিশ্বজুড়ে বহু মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব ফেলেছে। 

বর্তমানে বহু সংস্থা (ডেটিং অ্যাপও) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার শুরু করেছে। যত দিন গড়াবে ততই মানুষের চাল চলন শিখতে পারবে এই প্রযুক্তি বলে মনে করছেন অনেক। যা প্রযুক্তিগত ভাবে অগ্রগতি হলেও সামাজিক সংকট তৈরী করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 

You might also like!