Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

4 months ago

CCTV camera: নিরাপত্তার রক্ষাকবচ সিসি ক্যামেরা—কিন্তু ভুল জায়গায় বসালে হতে পারে বিপদ! রইল কার্যকরী টিপস

CCTV camera
CCTV camera

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়েছে বহু গুণ। বাড়ি হোক বা অফিস, অপরাধ দমন এবং নজরদারির জন্য সিসি ক্যামেরা (CCTV) হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য অংশ। চুরি, অনুপ্রবেশ, কিংবা অনভিপ্রেত যেকোনও ঘটনার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বহুবার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে শুধু ক্যামেরা কিনে বসালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেকেই খেয়াল না করেই যত্রতত্র ক্যামেরা বসিয়ে ফেলেন, যার ফলে নিরাপত্তার মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিক জায়গা ও উচ্চতায় ক্যামেরা বসানোই বাড়ির নিরাপত্তাকে কার্যকর করে তোলে।

কোথায় কোথায় বসানো উচিত সিসি ক্যামেরা? 

১) সামনের দরজা: চোর যে সব সময়ে বাড়ির পিছনের দরজা বা জানলা দিয়ে প্রবেশ করবে, তা নয়। তাই বাড়ির মূল প্রবেশদ্বারকে ক্যামেরার আওতায় আনতেই হবে। বাড়িতে কারা প্রবেশ করছেন বা কে কখন বেরোচ্ছেন, তার রেকর্ড রাখতে সিসি ক্যামেরা সাহায্য করতে পারে।

২) গ্যারেজ: বাড়ির এই অংশে অনেক সময়েই অপরাধ সংঘটিত হতে পারে। গাড়ির কোনও যন্ত্রাংশ চুরি যেতে পারে। গাড়ি বা মোটরবাইকের কোনও ক্ষতিও কেউ করতে পারে। ক্যামেরা থাকলে সে ক্ষেত্রে অপরাধীকে শনাক্ত করা সহজ হবে।

৩) বাগান: বাড়ির বাগানকে ক্যামেরার আওতায় আনা উচিত। বাগানের ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। তার ফলে কম সংখ্যক ক্যামেরায় বেশি জায়গার উপর নজরদারি সম্ভব। বাগানে ক্যামেরা থাকলে তা পোষ্য বা ছোটদের উপরেও নজরদারিতে সাহায্য করে।

৪) সিঁড়ি: বাড়ির প্রতিটি কোণে সিসি ক্যামেরা বসানো সম্ভব না হলেও সিঁড়িতে বসানোই উচিত। বাড়িতে অপরিচিত কেউ প্রবেশের ক্ষেত্রে মূলত সিঁড়িই ব্যবহৃত হয়। তাই এই জায়গায় ক্যামেরা থাকলে সুবিধা হবে। অ্যাপ-নির্ভর কেনাকাটা এবং ডেলিভারির সূত্রে বাড়িতে নিত্যদিন অপরিচিতের আগমন ঘটে। সে ক্ষেত্রে ক্যামেরা  নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে।

৫)বারান্দা বা ব্যালকনি: বহুতল আবাসনে বারান্দা থেকেও অনুপ্রবেশের সম্ভাবনা থাকে। বিশেষ করে নিচতলার ফ্ল্যাটে। সেই ঝুঁকি কমাতে বারান্দায় একটি ক্যামেরা বসালে বাড়তি সুরক্ষা নিশ্চিত হয়।

৬) ছাদ: বাড়ির ছাদ সময় সময়ে ব্যবহার করা হয় না। কিন্তু ছাদে সিসি ক্যামেরা থাকলে অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে সুবিধা হয়। ছাদে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বসালেই চলে। ছাদের দরজা যাতে ক্যামেরার নজরদারিতে থাকে, তা খেয়াল রাখা উচিত।

৭) বাড়ির পেছনের অংশ: অনেক সময় পিছনের দরজা বা জানালা দিয়ে চুরি বা অনুপ্রবেশ ঘটে। তাই মূল দরজার মতোই পেছনের প্রবেশপথেও নজরদারির প্রয়োজন রয়েছে। 

সিসি ক্যামেরা বসানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? 

১) উচ্চতা ঠিক রাখুন: ক্যামেরা এমন উচ্চতায় বসান যাতে সহজে কেউ তা পৌঁছে বন্ধ করতে না পারে, আবার ফুটেজও স্পষ্ট আসে।

২) রাতেও পরিষ্কার ফুটেজ পাওয়া যায় কিনা দেখুন: নৈশদৃষ্টি (night vision) সুবিধাযুক্ত ক্যামেরা ব্যবহার করলে রাতেও সঠিক নজরদারি করা যায়।

৩) ইন্টারনেট কানেকশন নিশ্চিত করুন: অনেক স্মার্ট ক্যামেরা রয়েছে যা মোবাইল অ্যাপে সংযুক্ত থাকে। তাই স্ট্রং ওয়াইফাই সংযোগ গুরুত্বপূর্ণ।

৪) ডেটা স্টোরেজ: ক্যামেরা কতদিনের ফুটেজ রেকর্ড করে রাখতে পারছে, তা দেখে নিন। ক্লাউড স্টোরেজ থাকলে আরও সুবিধা। 

সিসি ক্যামেরা শুধু একটা ইলেকট্রনিক ডিভাইস নয়, বরং তা বাড়ির নিরাপত্তার রক্ষাকবচ। তবে কোথায় ক্যামেরা বসাচ্ছেন, সেটাই আসল ব্যাপার। কারণ, ভুল স্থানে বসানো ক্যামেরা নিরাপত্তা তো দেবে না-ই, বরং আপনাকে ভ্রমে ফেলতেও পারে। তাই সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ পরামর্শ নিয়ে সিসি ক্যামেরা স্থাপন করুন,  নিরাপদ থাকুন।

You might also like!