দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। গত ৮ ডিসেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে, কারা আবেদন করতে পারবেন, জেনে নিন বিশদে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। বেসিক কম্পিউটার জানতে হবে। শুধু তাই নয়, প্রতি মিনিটে ২০টি শব্দ ইংরেজিতে ও ১০টি শব্দ বাংলায় টাইপ করতে পারার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর। সর্বাধিক বয়স ৪০ বছর।
কীভাবে আবেদন
পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। wbpsc.gov.in -এই সাইটে গিয়ে কারেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট পদের আবেদনের বিজ্ঞপ্তি আসবে।
অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিতে হবে। অ্য়াপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফর্ম পূরণ করতে হবে। নির্দেশ মতো ছবি আপলোড করে সই করতে হবে। রেজিস্ট্রেশন ফি দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে ৮ ডিসেম্বর, ২০২৩। আবেদন জমা দেওযার শেষ দিন ২৯ ডিসেম্বর, ২০২৩।