দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রবাদ আছে - ' জলে কুমির, ডাঙায় বাঘ।' এদের সঙ্গে রসিকতা বা মজা চলে না। কিন্তু কেউ কেউ তা করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনে। যেমনটা হয়েছে থাইল্যান্ডের মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক-এ। একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে প্রচুর দর্শক।
একটি ক্ষিপ্ত কুমিরের কাছে গিয়ে ‘খেলা দেখানোর’ চেষ্টা করছেন এক ব্যক্তি। কুমিরটির হাঁ করা মুখের পাশে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ব্যস! সঙ্গে সঙ্গে হাতে ক্ষিপ্র গতিতে কামর বসিয়ে দেয় সে। তবে রক্ষে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দ্বিতীয়বার আক্রমণ না করে জলে নেমে যায় কুমিরটি। ওই ব্যক্তির হাত থেকে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থায় নিজেই চলে যান ওই জায়গা থেকে।
ভিডিও দেখে মনে হচ্ছে,ওই ব্যক্তিকে কুমিরটির ‘ট্রেনার’। কারণ, পাশে একটি লাঠি ছিল। যা ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময় নিয়ে যান আহত ব্যক্তি। থাইল্যান্ডের মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক এবং পাটায়া ক্রোকোডাইল ফার্মের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে । ওই ছবি দেখে নাগরিক মহল খুবই উদ্বিগ্ন হয়ে বলছেন, এমন বোকামো করা তার একদম উচিত হয় নি।