Life Style News

9 months ago

Besan For Skin: মুখের জৌলুস বাড়াতে আদতে কতটা কার্যকরী বেসনের ফেসপ্যাক?

Besan For Skin (File Picture)
Besan For Skin (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের জেল্লা বাড়াতে অনেকেই নিয়মিত বেসনের ফেসপ্যাক ব্যবহার করেন। কিন্তু এই ফেসপ্যাক লাগানোর জন্যে আদৌ কোনও উপকার হয় কি? নাকি সবটাই আইওয়াশ? ত্বকের যত্নে বেসনের ভূমিকা ঠিক কী, এসব প্রশ্নের উত্তরই খতিয়ে দেখলাম আমরা। এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল। জেনে নিন আপনিও। 

সব ধরণের ত্বকে কি কার্যকরী বেসন? 

সাধারণ ও তৈলাক্ত ত্বকে বেসনের ফেসপ্যাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তবে শুষ্ক ত্বকে বেসনের ফেসপ্যাক যে ক্ষতিকারক হয়ে উঠতে পারে, তা কি আপনি জানতেন?

আসলে বেসন আপনার মুখের প্রাকৃতিক তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। তাই তৈলাক্ত ত্বকে এটি বেশ উপকারী হলেও, রুক্ষ ত্বককে আরও বেশি শুষ্ক করে তুলতে পারে এই উপাদান।

আপনার ত্বক যদি রুক্ষ প্রকৃতির হয়, তাহলে এই বেসনের ফেসপ্যাক ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন।

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে বেসন কাজ করে কি? 

একাধিক প্রাচীন বইতেও এই উল্লেখ করা হয়েছে যে, বেসন ক্লিনজার হিসেবে খুব ভালোকাজ করে।তাই বাজারচলতি ফেসওয়াশের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন।

বেসন মুখের সমস্ত ময়লা দূর করে। পাশাপাশি আপনার ত্বকের টক্সিন বের করে দেয়। স্বাভাবিকভাবেই তখন ত্বক ঠিকভাবে শ্বাস নিতে পারে আর রক্ত সঞ্চালনও ভালো হয়। তাই জেল্লাও হয় দেখার মতোই।

জেল্লাও বাড়াবে!

বেসনে রয়েছে অসাধারণ ব্লিচিং প্রপার্টিস, তাই বেসন যে মুখের জেল্লা ধরে রাখতেও কার্যকরী ভূমিকা পালন করে, সে কথা বলাই বাহুল্য।

এছাড়া এক্সফোলিয়েন্ট হিসেবেও কাজ করে বেসন। অর্থাৎ আপনার মুখের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। আপনার ত্বকও রাখে টানটান।

এদিকে খেয়াল রাখুন

ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হলেই নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। আর বেসনে আছে অ্যালকালাইজিং উপাদান, যা আপনার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে।

বেসন যে আপনার ত্বকের জন্যে উপকারী এবং নানা কার্যকরী ভূমিকাই পালন করে, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু আপনার ত্বকের ধরন বুঝেই এই প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করা ভালো। নাহলে বেসনের ব্যবহারের কারণে ত্বকের সমস্যা আরও বাড়তে পারে।

You might also like!