kolkata

1 year ago

Kolkata Traffic Update: ইডেনে সেমিফাইনালে কি বলছে শহরের ট্রাফিকের হালচাল?

Kolkata Traffic Update (File Picture)
Kolkata Traffic Update (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের আমেজ কাটিয়ে এবার কাজে ফিরতে চলেছেন সাধারণ মানুষ। এদিকে অধিকাংশ অফিস খুলে গিয়েছে আবার অন্যদিকে বুধবার ইডেন গার্ডেন্সে রয়েছে ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হবে যুযুধান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইডেনে খেলা দেখতে ভিড় উপচে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় বৃহস্পতিবার কেমন থাকবে শহরের ট্রাফিক? এক নজরে দেখে নেওয়া যাক আপডেট। 

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। এমনকী কোনও রাস্তায় নেই বড় যানজট। বিমানবন্দর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাসপাসে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের কলকাতা শহরে কোনও বড় ধরনের মিছিল-মিটিং বা রাজনৈতিক সমাবেশ নেই। সেই কারণে মোটের উপর দিনভর শহরের যান চলাচল স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে।

একদিনের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ফাইনালে যাওয়ার জন্য তাদের লড়াই হবে বলে মনে করা হচ্ছে। ইডেনের এই ম্যাচের জন্য শহরের ট্রাফিকে আনা হয়েছে বেশ কিছু বদল।

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, ইডেনের সেমি ফাইনালের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খেলার শুরুর আগেই কিংসওয়ে বন্ধ করে দেওয়া হবে। অকল্যান্ড রোডকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন গাড়ি চালকরা। লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, ইডেনের ম্যাচের কারণে শহরের যান চলাচলে খুব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

You might also like!