দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসকাল হতেই কুয়াশার চাদরে ঢাকা তিলোত্তমা। গত মঙ্গলবার থেকেই, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। কখনও ছিটেফোঁটা তো কখনও আবার সেজে গেঁথে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তারসঙ্গেই ঠান্ডার আমেজও কার্যত গায়েব। তবে এবারের মতো শীতের মরশুম কি এখানেই ইতি?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর নতুন করে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। এবং রাতে এবং ভোরে এখনও বেশ কিছুদিন শীতের আমেজ পাওয়া যাবে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ বৃষ্টির সম্ভাবনা নেই।