kolkata

1 month ago

Weather forecast of Kolkata and Bengal: আবহাওয়ার উন্নতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, এবার চড়বে তাপমাত্রার পারদ

Weather forecast of Kolkata and Bengal
Weather forecast of Kolkata and Bengal

 

কলকাতা, ২২ মার্চ: বৃষ্টি থেমেছে, আবহাওয়ারও উন্নতি হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আরও উন্নতি হবে, তারপর থেকে তাপমাত্রার পারদও চড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমবে ২৩ মার্চের পর থেকে। শুক্রবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবারের পর থেকে আবহাওয়ার আরও উন্নতি হবে দক্ষিণবঙ্গে, ২৩ মার্চের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়াও বদলে যাবে। থামবে বৃষ্টি। এরপর থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। শনিবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

You might also like!