কলকাতা, ২৯ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের নিম্নচাপ যে আশঙ্কা বাড়িয়েছিল, সেই আশঙ্কা থেকে স্বস্তির আভাস দিলেন আবহাওয়াবিদরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দানা বাঁধবে। রাত পেরোনোর আগেই সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে সেটি সামান্য শক্তি বাড়িয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে হাজির হবে। এর ফলে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হলেও ঝড়ের আশঙ্কার কথা জানানো হয়নি। তবে সেপ্টেম্বরের শেষ লগ্নে এই নিম্নচাপের আবির্ভাব বঙ্গে বর্ষায় বিদায় বিলম্বিত করবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের ফলে আগামী দিন কয়েক গাঙ্গেয় বঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহবিদরা জানিয়েছেন, ওডিশাতেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন ঝাড়খণ্ড এবং বিহারেও বৃষ্টি হতে পারে।
আবহবিদদের পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকেই আবহাওয়া বদলে গিয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। রোদের দাপট উধাও হয়ে গিয়েছে ছিঁটেফোঁটা বৃষ্টি নেমেছে। ভ্যাপসা গরমও চম্পট দিয়েছে। তবে, এদিন সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।