kolkata

1 year ago

Train Accident : দুটি ট্রেনের সংঘর্ষ! বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা

Two trains collided! Disturbed Sealdah branch train services
Two trains collided! Disturbed Sealdah branch train services

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়ালদহ শাখায় ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল যাত্রী পরিষেবা। দুর্ঘটনার জেরে ১৮টি লোকাল ট্রেন বাতিল করা হল। এ ছাড়া বাকি প্রায় সব ট্রেনই চলছে দেরিতে। ট্রেন বাতিল এবং দেরিতে চলার জন্য ভোগান্তির শিকারও হচ্ছেন হাজার হাজার নিত্যযাত্রী।  

বুধবার দুপুর ১২ টা নাগাদ শিয়ালদহ স্টেশনের কিছু আগে দু’টি ট্রেনে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে পাওয়া খবর, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। ওই একই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা এগোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে সেই ধাক্কা বিশেষ জোরালো ছিল না বলেই দাবি করেছে রেল। তারা জানিয়েছে, বিশেষ কেউ আহত হননি। ট্রেনের তেমন ক্ষতিও হয়নি। তার জেরেই শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় যাওয়ার বহু ট্রেন গন্তব্যের আগেই আটকে পড়ে। আবার শিয়ালদহে ঢোকার মুখেও থমকে যায় বেশ কিছু ট্রেন।

দুর্ঘটনার জেরে, শিয়ালদহ শাখার বেশ কয়েকটি রুটের বেশ কিছু ট্রেন সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্তও লেটে চলছে। এ ছাড়া বাতিল করতে হয়েছে ৯ জোড়া লোকাল ট্রেন। 

You might also like!