কলকাতা, ১২ এপ্রিল,: তৃণমূলের ধর্মান্ধতাকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “জনসংঘের জন্মের সময় থেকে শুনে আসছি, এখনো শুনছি, বিজেপি নাকি ধর্মের সঙ্গে রাজনীতি মেশায়। সিপিএম তো ভেড়ার মত চ্যাঁচাত, “ধর্মের নাম রাজনীতি, সবচেয়ে বড় দুর্নীতি”। কিন্তু দিদিমা যে ঈদের নামাজে গিয়ে বললেন, একটি ভোটও যেন আমাদের বাইরে না যায়, তখন কি তিনি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মেশাচ্ছিলেন ?”
এদিন অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “এটাই পশ্চিমবঙ্গ। গত এক দশকে প্রধান দাঙ্গার একটি সংক্ষিপ্ত তালিকা। এর ফল হল জিহাদিদের প্রতি দিদিমার ভালোবাসার ফল। দেগঙ্গা ২০১০, নালিয়াখালী ২০১৩, হাজীনগর ২০১৬, ধুলাগড়ী/পাঁচলা ২০১৬, কালিয়াচক ২০১৬, বাদুড়িয়া ২০১৭, ভদ্রেশ্বর তেলিনিপাড়া ২০২০, চন্দননগর উর্দিবাজার ২০১৫/১৬।”