kolkata

1 week ago

Trains canceled in Sealdah division: সপ্তাহান্তে ফের শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

Trains canceled in Sealdah division again on weekend
Trains canceled in Sealdah division again on weekend

 

কলকাতা, ১৫ জুন: সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। শনি ও রবিবার আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। য়েকদিন আগেই শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মেরামতি এবং সিগন্যালিংয়ের কাজের জন্য চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন ট্রেন যাত্রীরা। এমনকী নির্দিষ্ট সময়ের পরও স্বাভাবিক হয়নি পরিষেবা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। একই সঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রের খবর, শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল বাতিল থাকবে। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে বাতিল থাকছে, আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল।

অন্যদিকে, শনিবার বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। শনিবার এই ট্রেনগুলি দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে।

You might also like!