kolkata

4 months ago

TMC protest Bandh of BJP:বনগাঁ-শিয়ালদহ শাখায় স্বাভাবিক হল ট্রেন পরিষেবা, বিজেপির বনধের প্রতিবাদে তৃণমূল

TMC protest Bandh of BJP
TMC protest Bandh of BJP

 

বনগাঁ, ২৮ আগস্ট : বুধবার সকাল ছ’টা নাগাদ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকরা আসেন বনগাঁ স্টেশনে। তারপর তারা রেল স্টেশনে অবরোধ করে দেন। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বনগাঁ-শিয়ালদহ শাখায়। বিজেপির এই বনধের প্রতিবাদ জানিয়ে বনগাঁ স্টেশনে পৌঁছন বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন, "বনধ চলছে...পুলিশ কিছুই করতে পারেনি, তাই, টিএমসির কর্মীরা এখানে এসেছে, মমতা তাদের পাঠিয়েছেন...আমরা এখান থেকে সরব না, আমরা লড়াই চালিয়ে যাব।" তৃণমূল নেতা নারায়ণ ঘোষ বলছেন, "তাঁরা গরিব মানুষকে কষ্ট দিতে চায়। তাঁরা পশ্চিমবঙ্গে এসেছে ডাকাতি করতে। সাধারণ ও গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই ধরনের কাজ করে পশ্চিমবঙ্গকে থামানো যাবে না।"


You might also like!