kolkata

4 days ago

Shuvendu Adhikari: পুলিশের সামনে যেভাবে গেরুয়া পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, তা লজ্জার : শুভেন্দু অধিকারী

Shuvendu Adhikari
Shuvendu Adhikari

 

কলকাতা, ১১ এপ্রিল : কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, পুলিশের সামনে যেভাবে গেরুয়া পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, তা লজ্জাজনক। জমিয়াতে উলেমার ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "তারা হিন্দুদের আস্থার ওপর আক্রমণ করেছে - যেভাবে তারা পুলিশের সামনে (বিক্ষোভের সময়) গেরুয়া পতাকা ছিঁড়ে ফেলেছে তা লজ্জাজনক, এবং তাও স্বামী বিবেকানন্দের জন্মস্থানে। হিন্দু সংগঠনগুলি গতকালই এফআইআর দায়ের করেছে। আগামীকাল হনুমান জয়ন্তী এবং আমরা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ করব।"

মুর্শিদাবাদের হিংসা সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেছেন, "৮৬টি হিন্দু দোকান এবং বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে, যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তারা এলওপির অবস্থানকে সম্মান করেনি। আমি কৃতজ্ঞ যে আদালত আমাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে - কিন্তু আমাকে একা সেখানে যেতে বলেছে। আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করব, এবং আমি তাদের কিছু ক্ষতিপূরণও দিতে চাই।"

You might also like!