Breaking News

 

kolkata

3 weeks ago

Dola Sen: যেভাবে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে তা সমুচিত নয় : দোলা সেন

The way central agencies are being misused is not right: Dola Sen
The way central agencies are being misused is not right: Dola Sen

 

কলকাতা, ৮ এপ্রিল: ভোটের আবহে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে ফের প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেন বলেছেন, যেভাবে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে তা সমুচিত নয়। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার সকালেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে তৃণমূল কংগ্রেসের ১০-সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সদস্য দোলা সেন বলেছেন, "গত সপ্তাহে আমরা দু''বার নির্বাচন কমিশনে গিয়েছি। আমাদের দাবি ছিল, সবাইকে সমান অধিকার দিতে হবে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপিত হয়েছিল এবং আমরা বলেছিলাম, যেহেতু নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে, তাই এই সময়ে সমস্ত দলকে সমান অধিকার পেতে হবে... কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলি ব্যবহার করছে তা ঠিক নয়। ইতিমধ্যেই দুই বিরোধী দলের মুখ্যমন্ত্রী কারাগারে রয়েছে, এবং এখানেও (পশ্চিমবঙ্গ) ষড়যন্ত্র চলছে... এখানে আমাদের দুই কর্মীকে এনআইএ গ্রেফতার করেছে।"

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রসঙ্গেও মুখ খুলেছেন দোলা সেন। তিনি বলেছেন, "লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হয়েছেন কি-না, তা জানার জন্য এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

You might also like!