kolkata

4 months ago

Devanshu Bhattacharya:সন্তান হারানো মায়ের আর্তনাদ, কোন্নগর পরিদর্শনের আহ্বান দেবাংশুর

Devanshu Bhattacharya
Devanshu Bhattacharya

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : সম্প্রতি কোন্নগরের এক মা, যিনি তাঁর সন্তানকে বিনা চিকিৎসায় চোখের সামনে ছটফট করতে করতে মারা যেতে দেখেছেন, তাঁর অভিযোগ ও আর্তনাদ নিয়ে বিতর্ক চলছে। তাঁর অভিযোগ, সন্তানের মৃত্যুর জন্য স্থানীয় হাসপাতাল এবং প্রশাসনের উদাসীনতা দায়ী। তবুও, তাঁর আর্তনাদ এবং অভিযোগকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চলছে বিভিন্ন মহলে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক শুরু হয়েছে।

একজন মায়ের এমন আর্তনাদ কি কখনও মিথ্যা হতে পারে? তাঁর দুঃখ, ক্ষোভ ও কান্নার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেবাংশু ভট্টাচার্যের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে: "এতই যখন সন্দেহ, বিজেপির রাজ্য নেতারা কোন্নগরে সেই মায়ের বাড়িতে যাচ্ছেন না কেন? যান একবার গিয়ে ঘুরে আসুন! দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।" যদিও এই বিতর্কের মাঝে বিজেপি নেতাদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!